পুরাতন মালদা

কাউন্সিলরের উদ্যোগে ঘাট সাফাই ও গম বিতরণ

 

আসন্ন ছট পুজো উপলক্ষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শত্রুঘ্ন সিনহা বর্মার উদ্যোগে বাচামারি এলাকার মহানন্দা নদীর বিভিন্ন ঘাট পরিদর্শন ও ঘাট সাফাই করেন। সেই সঙ্গে ছট ভক্তদের হাতে পুজো উপলক্ষে গম তুলে দেন।

    এদিন কাউন্সিলর ছট ভক্তদের সুবিধার্থে ঘাটের পরিচর্যা করান। যাতে করে ছট ভক্তদের ঘাটে নামতে কোন ধরনের অসুবিধা না হয়। পাশাপাশি ওয়ার্ডের ছট ভক্তদের হাতে  ছট পুজো উপলক্ষে পৌরসভার উদ্যোগে গম তুলে দেওয়া হয়। কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা বর্মা জানান, ধর্ম যার যার উৎসব সবার। তাই আমাদের এলাকায় ছট ভক্তরা যাতে কোনও ধরনের সমস্যা না হয়, তাই তাদের পাশে বিভিন্নভাবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।